আশায় বাঁধি বুক
আজহারুল ইসলাম আল আজাদ
০৬/০২/২০২১


তুমি সুশিক্ষিত হবে বলে
আশায় বাঁধি বুক,
সকল আশা ভরসা নিয়ে বাঁচি
পাব বলে সুখ।


বেঁধেছি কষ্টের ঘর মেনে নিয়ে
চলেছি জন্ম জনম ভর,
পরকে আপন করে হে বৎস্য
আমারে করলি পর,।


আপন জন পর হলে পথ যে
হয় দুর বহুদুর।
জান কি না জান তবে সম্পর্ক
হয় ভেঙে চুরমার।


আমি এখন চোরাবালির মত
দোঁআশে করি চিকচিক,
তবুও আমি বেচেঁ মরেছি আজ
হারায়েছি দিক্বিদিক।


একটি শব্দ যেন একটি তির
কেরে নিল জীবনের সুখ।
তুমি সুশিক্ষিত হবে বলে
আশায় বাঁধি বুক।
(বর্তমান সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী)