বাচাল
আজহারুল ইসলাম আল আজাদ


যে কথা বলি তারে সে কথা শুনতে না চায়
তার মুখে তার কথা আমারে শুনতে হয়,
ঝড়ের বেগে মুখ ছোটে যেন পুবালি বায়ু বায়,
শুনতে শুনতে সময় গুনতে বেলা বয়ে যায়।
বাহুল্য প্যাচাল কে শুনে তার কার এত দায়?


না শোনার ভান করে পশ্চাতে চেয়ে রই,
গায়ে হাত বুলায় বুলায় মুখে ফোঁটায় খই।
না শুনলে কথা তার মাথায় উঠে তাল,
চিমটি দিয়ে শোনায় এরই নাম বাচাল।