বসন্ত প্রেম
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ।
           ২৫/০১/১৯
শিমুল ডালে শালিক নাচে
লেজ উঁচিয়ে ফিঙ্গে নাচে
ভ্রমরগুলো ফুলে ফুলে
বেড়ায় ঘুরে  মধুর আশে।


ঘুঘুগুলো পাখনা মেলে
ঘুরে বেড়ায়  ডালে ডালে,
রূপের শোভা কি চমৎকার?
চোখ জুড়ায়  ফাগুন এলে।


শিশুরা আসে দলে দলে
আঁচল ভরে ফুল কুড়ায়ে,
মালা গেঁথে  গলায় পরে
ধরার মাঝে যায় হারায়ে।


আলোর রবি পূব আকাশে
হালকা মেঘে রোদ ফ্যাকাশে,
মাঘের বায়ু আসে হেসে,
  ছন্দ তালে পাতা নাচে।


নাচে বায়ু আপণ তালে
প্রেমিক জনের প্রেম জাগে,
ধরার মাঝে ফাগুন এলে
মাঘ বিদায়ে বসন্ত কালে।