নেই কোন কোলাহল
শান্ত আজ বিদ্যালয়,
ব্যাগের ভীতরে বিদ্যালয়
বহন করছি একায়।


মাঝে মাঝে ছুটে যাই
অনুভবে ভাসে কান্না,
১৭ মার্চ থেকে তার কষ্ট
দেখতে কেউ আসেনা।


যে মানব তৈরীর কারখানা
সে ভুলেই গেছে,
সে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে
আজ ফেসে গেছে।


মাঝে মাঝে তরুনদল
আসে চরন ফেলে ,
দল বেঁধে তারাই
ডাংগুলি খেলে।


ছাত্র-ছাত্রী আসার অপেক্ষায়
বুক পেতে বসে রয়,
একদিন হয়ত থাকবে না,
প্রাণঘাতী করোনা নিশ্চয়।