বিজয় উল্লাস
আজহারুল ইসলাম আল আজাদ


শপথ লব বিজয় উল্লাসে
নির্মুল করতে দুর্নীতি আর দুরাচার
উচ্ছেদ করতে ধর্মান্ধতা
বিজয় আসে রক্তিম বেশে বারবার।


বিজয় আসে নবীনকে
জাগাতে, জানায় অতীত, দেখায় স্বপন
রক্তিম ভালবাসায় মোরা
বিজয় উল্লাসে মাতি আপন  আপন।


"যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাক।"
বলেছিলেন বঙ্গবন্ধু জাতীর পিতা,
তর্জণীর একটু ইশারায় জাতী হল এক
মরনকে মেনে নিলেন মহান নেতা।


সেদিন হায়নাদের বুলেটের আঘাতে
গড়ে উঠেছিল লাসের পাহাড়,
বাঙ্গালীকে পরাস্ত পর্যুস্ত করেছিল
আল - বদর আল-সামস রাজাকার।