পিঠের কোনে বিষ ফোঁড়া
দৌড় দেয় পাগলা ঘোড়া
ব্যথায় কলিজা যায় ফেটে,
কব্জি কব্জি ব্যথা
ব্যথায় জ্বর ধরছে মাথা
সহ্য হয় না জ্বালা আর চিট চিটে


ঘুম নেই আজ চোখে
পাই না ফোড়া দেখিতে
অনুভবে ভাবি এটি বিষ ফোঁড়া,
ব্যথায় ঘার যায়না ঘোরা
বিষ ফোঁড়া তোমার জন্য
আজ আমার জীবন বিপন্ন।


আজ সে বসেছিল
সারারাত ছিল জাগরণ,
সে যে আমার সাথী
তোমায় পাকাবার চেষ্টায়,
লেপ লাগাবার ব্যস্ততায়,
বসেছিল সারা রাতি।


তুমি এক সময় হলে যৌবনা,
ভোর রাতে পাকলে
পুরন হল তার স্বপ্ন।
বিষ ফোঁড়া তুমি হেরেছ
পেকে কেঁদে কেঁদে মরেছ
সে শুধু সঙ্গীনি নয় সে রত্ন।