বিষন্নতা
আজহারুল ইসলাম আল আজাদ


বুঝেছি! কী তোমার জ্বালা?
হার মেনেছে বিরক্তির পংক্তিরা,
যতই বাড়ুক অত্যাচারের নির্মমতা
আর কোনদিন বলব না,
আহা! হৃদয়ে কি বিষন্নতা।


দখল নিয়েছ পা দুটো,
বিকেলের মিষ্টি রোদে আল পথ
ধরে শুধু চলার ব্যকুলতা,
চলতে চলতে বৃষ্টির ফোটার মত
ঘাম ঝরছে দেহে কী বিশ্রী গন্ধ,
হারিয়েছি ছন্দ।
এখন বসত তোমার সর্বাঙ্গ।


তুমি বড়ই নিষ্ঠুর কী ভয়াবহ নির্মমতা।