ঈদের চাঁদ
আজহারুল ইসলাম আল আজাদ


চাঁদ উঠেছে ঐ আকাশে
লক্ষ তারার মাঝে,
মহিমান্বিত ঈদ এল
মুসলিম উম্মার মাঝে।


খোকাখুকির কোলাহলে
জেগেছে ধরাধাম,
ঈদের খুশিতে সবাই খুশি
খুশি অবিরাম।


গরু খাসি হাস মুরগী
ধুম পড়েছে কেনার,
টাকা কড়ি নাইবা মিলে
চেষ্টা চলছে সবার।


কেউ কিনে বড় গরু
কেউ কিনে ছোট,
কেউ কিনে বড় খাসি
কেউ কিনে খাটো।


কারো কপালে কিছু জোটেনা
জোটে চোখের জল,
নিত্য দিনে পরের দারে
হাত পাতাই সম্বল।


তাদেরও একটি অংশ আছে
ধনীদের  কাছে,
সে অংশটি বুঝিয়ে দাও
নিজেই খাওয়ার আগে।