ফাগুনের গান
আজহারুল ইসলাম আল আজাদ


ফাগুনের পরশ আজি লাগল গায়ে
হেলেদুলে বায়ু নাচে নুপুর পায়ে।
গোলাপ গাঁদা উঠল ফুটে বনে বনে
খুকুীর খেলা বকুল তলায় মনে মনে।


শিমুল ফুলের মালা পরে নাচে খুকি
দোয়েল নাচে তারি তালে দেখি দেখি।
ধানের খেতে বাতাস নাচে তালে তালে,
সারি সারি ডিঙ্গি বাধা নদীর কুলে।


রাখাল বালক বাজায় বাঁশী দুরের বনে,
ফাগুনের সুর বেজে উঠে কবির কানে। ভালবাসা দোলা দেয় সুক-সারির প্রানে
ভোমরা ফুলে ফুলে মধু খোজে গানে গানে।