বেশী কেঁদোনা আষাঢ়
শ্রাবনে কান্না ফুরিয়ে  গেলে
শুষ্কতম হবে বক্ষ  নিরাশার,
,
কৃষকের গোলা শুন্য হলে
ধরায় পরবে নিদারুন হাহাকার,
,
হেমন্ত শীত বসন্তে তত কেঁদোনা
তোমার চোখে জল থাকেনা
,
বুকে বাঁধো পাষানের পাহাড়,
তোমার কান্না তেমন হয় না।
,
ফেলে যাও স্বভাবিক জল
ফুলে ফলে ভরুক স্বদেশ,
কমে যাবে বক্ষ বেদন
,
তোমার ধারায় ফুটুক সুবাস,
বসুধা  করুক তোমায় আলিঙ্গন।