গনহত্যা দিবস
আজহারুল ইসলাম আল আজাদ।


২৫ শে মার্চ রাতে নেমে আসে,
আকষ্মাত আঁধার,
মায়ের আহাজারী, বাবার ক্রন্দন
বুলেটের শব্দ, বাংলা যেন নৈরাজ্য;
আবাল বৃদ্ধ বনিতা কাহারো
নিস্তার নেই, যেন কেয়ামতের আলামত।
হবেই তো;


সেদিন ঝাপিয়ে পড়ছিল
হানাদার বাহিনী,
নিরহ নিরস্ত্র বাঙালির বুকে
বুলেট বোমাসহ ঝাপিয়ে পড়ে
শুরু করেছিল গনহত্যা
চলে রক্তের হুলিখেলা।
সে এক মর্মভেদি কাহিনি।


কত মায়ের বুকের ধন,
নিরস্ত্রে ঝাপিয়ে পড়ে,
হানাদার বাহিনীকে করেছিল
কুপোকাত,ইতিহাস তার প্রমান।
বাঙালির রক্তে রঞ্জিত
এ মাটির বুকে আজও
শুনি হাহাকার ধ্বনি,


নির্লজ্যরা আজও রক্ত নিতে চায়,
আজও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে করে
অপমান, তারা এখন হেফাজত,
এ যেন চোরের মায়ের বড় গলা
আজও দাপিয়ে বেড়ায়
রাজাকার আলবদর আর খুনি।
ধিক তোমাদের ধিক,ছি লজ্জা হয় না।