কিছু কিছু কথা রেখে গোপনে
বিপদকে সাথে নিয়ে জীবন যাপনে
তুলোর মত কোন কালে উড়িবে পবনে
গোপন আঘাত কাটা হয়ে বিঁধবে মনে।


মনের বনে জ্বলে ফাগুনের আগুন
গোপনীয়তা হল ধৈয্যের মহত গুন
গুন যদি হয় কাটা ঘায়ে ছিটানো নুন
দই ভেবে যেমন হয় খেলে চুন।


প্রলোভন প্রোরচনা মস্তিস্কের জ্বালা
কে সরল কে সরলা অবল অবলা,
বুঝা বড় দায় গোপন ছলা কলা
চোরায় সিঁদ কাটে ঘুমে বিভোর বাড়িওয়ালা।


কে বাঁধে গোপনে না জেনে আনমনে
সহে সহে অঙ্গার হয়ে দেহ মনে ক্ষনে,
নিরব আঘাতে নিরবতায় বিবেক তারনে
মনে ভাবে এরুপ কেন কিসের কারনে?