ছড়া/গরীবের আর্তনাদ
আজহারুল ইসলাম আল আজাদ


অফিস বন্ধ
আদালত বন্ধ
বন্দ রাস্তা ঘাট


শহর বন্ধ
নগর বন্ধ
বন্ধ দোকান পাট।


কর্ম নাই
টাকাও নাই
বাড়ীতে নাই ভাত


সাবান কেনার
পয়সাও নাই
কেমনি ধুই হাত।


পেটের ক্ষিদে
কেমনে মিটে
সয়না উপবাস


নেতার কাছে
গেলে পরে
করেন উপহাস।


সরকারী ত্রান
পাবার আশায়
বাইরে বসে রই


১০ রজনী
গত হল
নেতা এল কৈ?


ত্রান নাই
খাবার নাই
জীবণটাই বর্বাদ


কেউ দেখে না
কেউ শোনে না
গরীবের আর্তনাদ।