হাসি
আজহরুল ইসলাম আল আজাদ।


তোমার মুখের হাসি
সোনালী রোদের রাশি,
কস্টের পাথর বুকে
তবু তোমায় ভালবাসি।


মরুর বালি বাতাসে এসে
আঁখিদ্বয় যদি ভরে,
মুচকি হাসির ছোঁয়ায়
বালি জল হয়ে ঝড়ে।


ব্যস্ত পৃথিবীর কষ্টগুলো
বুকে শীলাবৃষ্টির আঘাত,
ভোরের সুর্য উঁকি মারে
হাসি বলে হয়েছে প্রভাত।


হাসতে নাইকো মানা
প্রান ভরে হাসো হাসাও,
জীবন যাদের কান্নায় ভরা
হাসাও তাদের বাঁচাও।


এক চিলতে হাসির রাজ্যে
কাটুক সারা বেলা,
হাসিতে হাসিতে চলুক
লুকোচুরির খেলা।
তাং- ০১/০৩/২২