মস্তক পরে তুললে জুতো
জুতোর গোড়া নয় যে নরম
নরম যায়গায় বিঁধবে কষে
ভুগবে ব্যথায় পাবে সরম।


উপুড় করলে পরবে ধুলো
ভরবে মাথার চুলের মাঝে
আপণ জনের হাসি দেখে
বলবে কথা আজে বাজে।


জাত কুল ভুলে মারবে গুতো,
গুতোর জালায় ধরবে ব্যথা
ব্যথায় আসবে গায়ে জ্বর,
জুতো নয় মাথার ছাতা।


হয়না জুতো মাথার মুকুট
হয়না জুতো গলার মালা,
পায়ের জুতো মাথায় তুললে
কাল ভবিষ্যৎ  বাড়বে জ্বালা।