কলেজে এসে মাস্তান হবে
কোনো বাবা কি চায়?
কোনো কারনে সে নষ্ট হবে
এটি কি কারও দায়?


নষ্ট হওয়া চায় না বাবা
মানুষ হওয়া চায়,
প্রেম প্রিতি ভালবাসা
ভবিষ্যতে যেন পায়।


ভবিষ্যতের আশায় বাবা
অনেক কষ্ট করে,
অনাহারে অর্ধাহারে পড়ার
খরচ জোগার করে।


সুখের প্রদীপ জ্বালাও বাচা
পৃথিবী পাবে সুখ,
আলোর রশ্মি ছড়াতে পারো
সরাতে পারো দুখ।


বিদ্যাপিঠে বিদ্যার লড়াই
চাইনা মারা মারি,
মানুষ হয়ে কর বাঁচা
বিদ্যার বাহাদুরী।


কলম হবে ধারাল ছোড়া
কাগজ হবে ঢাল,
কাগজে কলমে চললে যুদ্ধ
মিটবে তো জঞ্জাল।


বিদ্যাপিঠে মেধাবীরা সব
মানুষ হয়ে আসবে ঘরে,
বাংলা মায়ের সোনার ছেলে
শান্তির নিবাস তুলবে গড়ে।