কান্নায় জন্ম আমার
আজহারুল ইসলাম আল আজাদ


যে কান্না মেঘের চোখে
সে কান্না ঝর্ণারও চোখে,
মেঘ কাঁদে নিলাম্বরীরকে ঢেকে
রংধনুর রং তার বুকে।


ঝর্ণার পরনে সাদা শাড়ী
মাথায় মেঘলা রংয়ের চাদর,
পাহাড়ের বুক চিরে সে কাঁদে
কপোল বয়ে পানির নহর।


পথিক সুধায় তারে,
"কেন এত কান্না চোখে তোমার,"
জবাব ঝর্ণা বলে "পাহাড় কাঁদে তাই
আমি কাঁদি, কান্নায় জন্ম আমার!"