****-****-*****-********
বাড়ীর পাশের পাগলীটা
নৃত্য করে সকাল হলে,
লাউয়ের মাচায় বুলবুলিটা
সেও নাচে পেখম তুলে।


মজা দেখতে আসছে ছুটে
ওপাড়ার ঐ ছেলে গুলো,
নাচন দেখে সময় কাটায়
বাড়ীর কথা যায়যে ভুলে।


রং চেহারা রুপ যৌবনে,
অাঁধার রাতে'র চন্দ্রাবতী,
দেহের গড়ন দেখার মতন
কলাবতীর বয়স ষোড়শী।


চাঁদের কিরন ঝরে যেমন,
ধরার বুকে রাশি রাশি,
দাতগুলো তার রুপা যেমন
মুক্তোদানা মুখের হাসি।


কোন এক সন্ধ্যা বেলা
সেই মেয়েটি যায় হারিয়ে,
বাবা মা ভাই বোন খোঁজে,
আপন মনে পথ পেরিয়ে।


খোঁজতে খোঁজতে গত হল
দিন মাস আর বছর,
হন্যে হয়ে খোঁজতে খোঁজতে
সবাই হল তারা কাতর।


বিরক্ত হয়ে খোঁজার পর্ব
তারা দিল বন্ধ করে,
তিন বছর পরে পাগলী
মা হয়ে ফিরে ঘরে।


পাগলীর কোলে মানিক জ্বলে,
কে মানিকের বাবা?
সমাজ তারে নেয়নি মেনে
বাবা,কথাটি স্বীকার করবে কেবা?