গাঁও গ্রামের প্রায় লোক আজ শহরমুখী
পাকা গৃহে তাড়াও থাকে যারা ছিল দুখী।
তিন চারটি ছেলেওয়ালা আজ বড় সুখী,
আজ ওদের সংসারখানা সমাজে উর্ধ্বমুখী।
লেখাপড়া না শিখলে টাকাতো কামাই করে,
টাকা ছাড়া সাধের ধরায় কে চলতে পারে?
তিনটি ছেলে গার্মেন্টে বেশ টাকা আসে
বাবা বেশ খুশী  টাকা আসে বার মাসে।


জমি বর্গা নিয়ে তারা করছে জমি চাষ,
টাকা কামাই করে তারা কেউ যাচ্ছে বিদেশ।
অনেক টাকার মালিক ওরাই এখন গাঁয়ে,
পুরোন টাকাওয়ালা পুর্বেই গেছে শহরে।
আগের চেয়ে গ্রামগুলির হয়েছে উন্নতি
কামলা অভাবে চাষী আজ ছেড়েছে গিরস্তি
কামলা পাওয়া গেলেও দাম তার ঢের বেশী
শহরমুখীর কারনে বিপদে পড়েছে চাষী।
গার্মেন্টের কারনে দুঃখির দুঃখ গেছে মুছে
সমাজে এখন সবাই সমান কে কারে পুঁছে।