কবিতা///
কে আপণ
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
০৯/১১/১৯


অনেক কিছু ছিল জীবনে যার
অাধ মরা হতেই সব-ই হল পর;
বাড়ী ছিল গাড়ী ছিল অারো কত  কি?
শুন্য হয়ে গেল নিঃশ্বাসের না হতে-ই ইতি।
শরীর ছিল যখন সুস্থ সবল,
ছেলে মেয়ে নাতি নাতনি প্রিয়  পত্নী;
সবাই ছিল তার একান্ত আপণ।


আজ অাধ মরা হয়ে বকে আবোল তাবোল
একা বিছানায় ছটপট আর আকুতি;
একা শুন্য কেহ নেই প্রিয়জন এই নিয়তি,
ভাবে মরার কালে মানুষ হয় বুড়পাগল!
ছেলে মেয়ে নাতি পুতি ডজন দুয়েক,
প্রসাব পায়খানায় পরে করে দিনযাপণ;
বিদায় বেলায় সবি পর নেই কোন সুজণ।


অাস্তে আস্তে মাংস পঁচে পড়ে খসে,
গন্ধ ছড়ায় কাছে কেউ আর আসে না হায়,
মৃত্য যন্ত্রনায় নিঃশ্বাস টুকু আসে আর যায়,
কেহ আসে না সবাই দাড়িয়ে বিরক্তির; সিমানায় নীল বেদনায় অস্থিরতায়।


মশা মাছি গায় কুঁড়ে কুঁড়ে খায়
তাড়াবার শক্তি নেই,
এভাবে শেষ হয় জীবনের খেই;
নেই নেই নেই কেহ আপণ নেই।