কবি সমাজের একটা অংশ
অসুস্থ সমাজ সংস্কার করে,
কবিরা মৃত বৃক্ষে ফুল ফোটায়
ঘুন কিট খোঁজে সমাজের স্তরে,
কাজ করে তারা সমাজ সংস্কারে।
ক্রন্দন সম হৃদয়ে ভালবাসা জাগায়।
ঘুমন্ত আত্মায় প্রভাতী গান শোনায়,
মেঘের আড়ালে আলো ছড়ায়
মরুর বুকে মরুদ্যান গড়ে,
গদ্যময় জীবনে পদ্যের জন্ম দেয়।
কবিরা ঘাষের ডগায় শিশির বিন্দুতে
পৃথিবীর রুপ অনুভব করে,
মায়া মমতা ভালবসার ভাষায়
একগুচ্ছ কবিতায় শান্তি খুঁজে পায়।