কোন এক কালে,
কবি করেছিল ভালবাসা
সেই থেকে কবি কবিতা লেখে
"উলঙ্গ প্রেমের আশা।"


প্রকৃতির প্রেম ছেড়ে কবি
ব্যক্তির সাথে করে প্রেম,
সেটি যে প্রেমাযোগ্য নয়,
আমড়া কাঁঠের ফ্রেম।


চোখের প্রেম,হাতের প্রেম
কলমের প্রেম, প্রেম শারিরীক
গোপণ প্রেম উলঙ্গ করে কবি
দেখে না দিক্বিদিক।


চার জানুতে প্রেম এমন কবিতা
ওগো কবি নহে কী অশ্লীলতা?
কবিতা হোক সত্যের প্রতীক
আধ্যাতিক, শারীিরিক আর মানষিক।