করলা ফুলের হাসি
আজহারুল ইসলাম আল আজাদ


ঘুম থেকে উঠে দেখি
করলা ফুলের হাসি,
ভোমর গুলো ফুলে ফুলে
করছে নাচানাচি।


করলা ফুলের ডাটা গুলো
ধরছে ডালিম গাছে,
রোজ বিহনে একই সাথে
মিলেমিশে হাসে।


করলা গাছের কিছু ডাটা
পেয়ারা গাছের সাথে,
মিলেমিশে ফুটে উঠে
জোস্না ভরা রাতে।


করলা হাসে ডালিম হাসে
হাসে পেয়ারা ফুল,
ঐক্যতার বন্ধনে হাসে
খোঁজেনিক জাত কুল।


পৃথিবীতে এমনি যদি
মানুষের বাস হতো,
মিলেমিশে থাকত সবাই
কভু যুদ্ধ হত নাকো।