কৌশল বাজ
আজহারুল ইসলাম আল আজাদ


কৌশল ভেস্তে গেলে মাথায় উঠে ব্যাঙ,
রাগে দেহা জ্বলে কাঁপতে থাকে ঠ্যাঙ।
ভেবে নেয় ভুবন মাঝে সবাই বোকা,
সকল কর্মে সদাই দিয়ে যায় ধোকা।
কৌশলবাজ মানুষগুলো বড়ই চতুর
নিজ কর্ম সঠিক ভেবে হয় যে ফতুর।