স্নিগ্ধ  সন্ধ্যায়
ঝিঝি পোকা ডাকে,
মনে পড়ে আজ
আমার সোনা মাকে।


আকাশে যখন
হেসে উঠে চাঁদ,
চাঁদে মাঝে কঠিন মাকে দেখে
হয় যে প্রভাত।


মা যে আমার
হাজার তারার মাঝে,
শুকতারা হয়ে
আজও উঠে  সাঝে।


মাধবী লতার মত
আমার মায়ের হাত,
ঘুমাতাম আদরে
কেটে যেত রাত।


প্রজাপতির পাখায়
দেখি মায়ের চোখ
প্রার্থনা করি
মা'য়ের জয় হোক।