টুঙ্গিপাড়ার দামাল খোকা,
তোমার বুকে আছড়ে পড়ে, সাঁতার কাটত;
তুমি ছিলে যৌবনদীপ্ত ওগো মধুমতি
আজ কেন তুমি শীর্ণ দীর্ণ নিস্তব্ধ- চলছ নিরবধি!


অবারিত বাংলার বুক চিরে,
দুকুল প্লাবিত করে চলতে, খোকা আসত;
হৃদয়ে ছিল খোকার - বাংলা গড়ার স্বপ্ন
দৃঢ় দীপ্ত খোকা মিশে যেত তোমার বিশাল বক্ষে।


তোমার বুকে বিশাল জলরাশি,
খোকার বুকে দেশ মাতৃকার ভালবাসা;
ওগো মধুমতি তোমার  চির চেনা খোকা,
বিশালাকায় হয়ে উঠে শেখ মুজিব।


যেমন করে বিশালাত্ব ধারন করতে তুমি,
তেমনি মুজিব চির সজীব বুকে ধারন করে ;
বিপ্লব, আন্দোলন, অসহযোগের জলন্ত আগুন,
খোকার মানষপটে  জাগে বিদ্রোহের আগুন।


সেই দিন তুমি ছিলে উত্তাল,তরঙ্গমালা,
প্রতিরাতে পাড় ভাঙ্গতে ভাঙ্গতে চলতে, তোমার স্রোতে;
নুপুড়ের তাল, সুতীব্র  ঝংকার। মুজিব দিয়েছিল হুংকার।
তুমি থাকতে ভরা বর্ষায় দাদরার তালে আর
মুজিব থাকত শরতে উদাস হয়ে ভৈরবী রাগে।


মধুমতি আজ তুমি স্থির, অবসন্ন পরিশ্রান্ত,
আজ আর কেউ তোমার বুকে মুজিবের মত সাঁতার কাটে না;
মধুমতি আজ তুমি মৃত স্পন্দনহীন কেউ মুজিবের মত করে, মানুষের কথা ভাবে না- বলে না।


আজ আর কেউ বলে না,
"আমি প্রধান মন্ত্রিত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই।"
আজ যে মুজিব নেই।


সেই ৫২'র ভাষা আন্দোলন
বাংলার নদ বাংলার নদী বাংলার সাগর
বাংলার কলতানে ছুটে নিরবধি,
আসে ভাষা কেড়ে নিতে,শুরু হয় লড়াই;
সেদিন প্রাণ দিয়েছিল, রফিক বরকত জব্বার সালাম।


আসে '৫৪ সাল,
বিজয়ের বিপুল উল্লাসে নেচেছিলে তুমি,
গেয়েছিল গান চাঁদ মিয়া ভাই, মুজিব বলেছিল
ছেড়ে দাও এই ধান,
আমার দেশের চাষী ভাইদের ভিক্ষা দাও না প্রাণ।
দিন যায় মাস যায় বছর যায় চলে
সেই গান আজও অনেকে বলে।


শুরু হয় '৬২ এর আন্দোলন,
'৬৬ এর ছয় দফা,
'৬৮ এর আগর তলা মামলা,
'৬৯ এর গনঅভ্যুত্থান
'৭০ এর কাঙ্খিত বিজয়।
বিজয়কে নস্যাৎ করে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী।
বজ্রকন্ঠে মুজিব গর্জে উঠে বললেন "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
শুরু হল যুদ্ধ, মরনকে বরণ করল লক্ষ লক্ষ তাজা প্রাণ,
'৭১ এর ২৬ মার্চ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হল স্বাধীনতা উড়ল লাল সবুজ পতাকা।
১৯৭২ সাল ১০ জানুয়ারী জেল খেটে এসে বিভৎস দৃশে
কেঁদে  উঠেন মুজিব,
নিভে দিয়েছ পাকিস্তানিরা উন্নয়নের প্রদীপ
বুক শুকিয়ে যায় বসার যায়গা নেই বাংলায়,
খাওয়ার কিছু নেই নেই কোন অট্টালিকা,
নেই কোন বুদ্ধিজীবি এ কোন বিভৎস বিভিষিকা;
যে দিকে তাকায় শুধু হাহাকার,বুকে ব্যথার পাহাড়।
আজ তোমার কলতান নেই মধুমতি।