নেতা আছে নীতি নাই, ভাব আছে কাজ নাই
ভাল মন্দ কাকে বলে নেতার সেটা জানা নাই।
নিজ স্বার্থে নিজে চলে ভিন্ন মতের দাম নাই,
টাকা যেথায় নেতা সেথায় মানবতার কদর নাই
নেতার মুখে মধুর বুলি বিপদে কোন খোঁজ নাই
কাজে পা ধরে নেতা জিতে গেলে দেখা নাই।
নেতার পিছে চামচারা তার যেন ফলানো ভাই
নেতার গুন না থাকলেও প্রসংশার শেষ নাই।
যেমন নেতা তেমন চামচা তার কোন দোষ নাই
ঝগড়া-ঝাটি হলে কোথা সামাল দেয়ার ক্ষমতা নাই
মামলা জুড়ে দিয়ে পকেট বোঝাই টাকা চাই।
কিছু কিছু নেতা আবার বিধবার ধর্ম ভাই,
কিছু বিধবা চিনে এদের তাই নেতার দাম নাই
নেতা আছে নীতি নাই ভাব আছে কাজ নাই।