রঙ্গিন প্রভাত
আজহারুল ইসলাম আল আজাদ


আঁধার রাতের শেষে যখন
আলো ধরায় আসে।
ভোরের সুর্য আসবে বলে
মিটি মিটি হাসে।


সেই আলোতে ধরার বুকে
জাগে মাকলুকাত,
মসজিদেরি মিনারে উঠে
মুয়াজ্জিন জানান সুসংবাদ।


"ঘুমের চেয়ে নামাজ উত্তম"
আর করনা দেরি,
বিছানা ছেরে মসজিদ পানে
এস তারা তারি।


নামাজ পড়ে দু'হাত তুলে
করি মুনাজাত,
কল্যানময় হয় যেন মোর
রঙ্গিন প্রভাত।