-------------------------------------------------
রমনী ঢুকিল রন্ধনশালায় সাত-সকালে
হরেকরকমের রান্নায় গা ভিজিল জলে।
ফোস্কা পরিল হাতের তালুতে রাঁধিতে রাঁধিতে
ধোঁয়া লাগিলে বাহির হয় কাঁদিতে কাঁদিতে।


না জানি কতজনে তাহারে ধরিয়া মারিয়াছে
ঘর্মাক্ত শরীর যেন তাহার আগুনে পুরিয়াছে,
জ্বলিয়া পুরিয়া শক্ত হইয়া করেন সংসার,
ধৈর্যে রমনী জয়ী হয় বিপদ আসিলে বারংবার


বাবার ঘরে কন্যা আবার স্বামীর বাড়িতে বউ
স্বামী সহবাসে সন্তান হইলে তিনি হন মাও।
রান্নাঘরে যাইয়া রমনী রাঁধিলে হয় রাঁধুনি
স্বামীর ঘর করিলে সেই  আবার ঘরের ঘরনি।


ভিন্নতর সম্পর্কে আবদ্ধ হইয়া থাকেন টিকিয়া
স্বামী-সংসার করেন জন্মদাতার মায়া ভুলিয়া।