সেই যৌবন
গাছে গাছে ফুল,
নদীর কলকল ধ্বনি
বন্ধুর ঠোঁটে একপশলা  হাসি,
বাতাসে ভেসে আসে,
মমতার বানী,
তোমায় ভালবাসি।


এমনি কাটল ত্রিশ বছর
সেই ভালবাসায় ছিল না,
অধিকার কোন উচ্ছাস
উচ্চাসনে বসবার বিশ্বাস,
যে যার মত পারি
এখনও ভালবাসি।


এই তো সেদিন
ও পাড়ার  আলোকে,
সুরুজ গ্রাস করায় আলো
আমাবশ্যার রাতে,
আত্মহণনের চেষ্টায় ব্যর্থ
হয়ে ঘরে বসে কাঁদছে।
এখনও অমানিশির ঘোর কাটেনি।


ধিক আগ্রাসী প্রেমিক ধিক,
প্রেম ছলনা স্বার্থের প্রেমিক
এখন বলে ভালবাসি না।


জীবন আজ চোরা গলিতে
নিস্তেজ, নিঃশব্দে নিস্তব্ধ,
দুজনের দু মেরুতে অবস্থান
নক্ষত্রের আলো ফুৎকারে,
নিভিয়ে নিরুদ্দেশ।


ভালবাসার অধিকার হারায়ে
শাখাহীন ছায়া হয়ে রইলি দাড়ায়ে,
শুধুই দু হাত বাড়ায়ে।