কর্ম আছে আয়েশ নেই
রাতে চোখে ঘুম নেই,
খেটে মরি দিবা নিশি
তার কোন নাম নেই।

সাঁঝ হলে বিবি বলে
বাজারে যাবে কি?
থলেটা হাতে দিয়ে
দেয় খরচের ফর্দি।

ফর্দি যোগ টানি
এত টাকা পাব কই,
খরচ যদি না আনি
ঘটে যাবে হৈ হৈ।

ছেলে বলে বাবা আমার
খাতা আর কলম চাই,
আদর করে বিবি বলে
আমার একটা শাড়ী চাই।

কাজ আছে কামাই নেই
হাতে টাকা করি নেই,
সাধ আছে সাধ্য নেই
পালাবার পথ নেই।