ষোল আনা
আজহারুল ইসলাম আল আজাদ


প্রিয় একই গান কেন যে তুমি গাও,
বার বার গেয়ে কি যে মজা পাও
আমি যে তোমার একক দর্শক
যদি পার আমার মত দর্শক বাড়াও।


যেটি গাও সেটি নকল করা গান
নিজে যদি পার রচনা কর তবে
জাত কুল সহ বাঁচাও  নিজ মান
নকল করে করে কি রাখবে ভবে?


সিগারেটের গন্ধ কেন যে বিলাও?
সমাজে  ছড়ায়ে তুমি কি আনন্দ পাও
যদি পার তবে আতর মেখে এসো
আতরের সুগন্ধি আর সৌরভ ছড়াও।


সহজ বাক্যগুলো কেন সহজে বলনা?
প্যাচায়ে প্যাচায়ে কেন কর ছলনা?
কে বুঝাবে তোমারে তোমাটাই যেন,
পচা বাসি দুর্গন্ধ দ্বন্দ্বময় হলেও ষোল আনা।