সোনার হরিণ
আজহারুল ইসলাম আল আজাদ


চাকুরী নামের সোনার হরিণ
কেমনে পাওয়া যায়?
খুঁজতে গিয়ে নিঃস্ব হল
ভবে কত জনায়!
জমি জমা শেষ করেও
চাকুরী হয় না হায়,
চাকুরী দেয়ার নাম করে
কত জনে টাকা খায়।


নিজ বোঝেনা পর বুঝেনা
ছল চাতুরী করে,
কোটি কোটি টাকা মারে
দালাল চক্র দিন দুপুরে।
গাড়ি কিনে বাড়ি কিনে
চলে যেন মহারাজ,
টাকা লইতে মধুর বুলি,
আর হলে হারিয়াবাজ।


মিথ্যা কথা বিশ্বাস করে
বেকার মানুষ সহজে,
নিঃস্ব হয় বিশ্বাস করে
শুধু চাকরি তাঁর মগজে।
লেখাপড়া শেষ করে
বেকার ভোগে যন্ত্রনায়,
বেকারত্ব অভিশপ্ত জীবন
তিলে তিলে হয় যে ক্ষয়।