সু-স্বপ্নগুলো অপেক্ষায় থেকে থেকে
আধমরা হয়ে বিলাপ করছে
কবে পুরন হবে আর কবে তারা 
প্রবল বেগে সুনাম কুরোবে।
কু-স্বপ্নগুলো সন্ধ্যা তারার মত
জল জল করে জলছে,
দুর্দান্ত অভাব বার বার
সু-স্বপ্ন গুলোকে তারিয়ে বেরাচ্ছে।
কু-স্বপ্নগুলো অকাজের জন্য ব্যস্ত হয়ে
শেষে কিনা অকাজ করেই ফেলছে;
এখন যে দুখের হাওয়া বইছে,
সব কিছু মেনে নিতে বাধ্য।
স্বপ্ন পুরণে সাধ্য থেকেও হেরে যাবার প্রয়াস
ত্যাগ করতে প্রস্তুতি নিতে হবে।
কু-স্বপ্নগুলো দুঃ স্বপ্ন হয়ে অষ্টপ্রহর হাসছে,
হাসির পরে কান্না আসে সেটি ভুলে গেছে,
কিন্তু কষ্টগুলো কেউ কি ভুলে?
জীবনভর মনে থাকে!
ফলে চেষ্টা মাথা নত করে ধরা দেয়
ঠিক  তখনি সুখের হাওয়া,
সু -স্বপ্নগুলোকে পথ দেখায়।
সুখের হাওয়া তখনও পথ খোঁজে।