বারংবার পিছু নিয়েছি,
নিচু হয়েছি হাটু গেরেছি,
চাঁদ বদনী দেখব স্বজনী,


মেঘের ছায়ায় লুকিয়ে,
থেকেছ  ধরতে পারিনি
অাঁধারে কেটেছি রজনী।


দ্যামাক করে আড়নয়নে
তাকিয়েছ কেন জানি চোখে
চোখ পরেনি!
আমি তোমার জন্য দুখী,
আর তুমি আমার সুখ পাখি।


মরনপণ খেটেছি তুমি পাশে
এসেছিলে মোর কাছে,
একটু ভুলে উড়াল দিলে
তখনও বুঝিনি সুৃখপাখি
তোমার ঠিকানা কোথায়?


জনম সংসারে সবার কপালে
তুমি জোট না, মিঠি মিঠি হাসো
দুরের কোন গগনে,
ধরা দিয়েও দাও না।
কেন দাও না? জানি না না।