টোকাই
আজহারুল ইসলাম আল আজাদ
""""""""""""""""""""""""""""""""""""""""'"""""""""
                                                        
শীর্ণ বিদীর্ণ অসহায় ছন্নছাড়া,
ছলছল আঁখি জীবন আঁধারে, বাঁধনহারা,
নির্ঘুম রাত যেন সহস্র মাইলের পথ,
ফুরায় না বিরহ জীবন আজ দুরূহ
তবুও অপেক্ষা, হয়না বুঝি জীবন রক্ষা,
কবে আসবে জীবনে, পাখি ডাকা প্রভাতে।
খোকা বলে,হয়ত আবার ডাকবে?
আঁধার কেটে হয়ত আলো আসবে,
মাথায় বুলাবে সোহাগ মাখা হাত
নাই যদি আসে, কারে পাব,কোথা যাব?
তোমা বিহনে কাটছে না রাত।
আশা ভরসা ভালবাসা সবি মিথ্যা
কে পুরাবে আশা,শিখাবে ভাষা, দিবে ভালবাসা?
নির্থক ভাবনা, জীবন দিয়েছেন যিনি
আহার যোগাবেন তিনি,তবুও কেন অনাহারে,
শীতের দিন শীত যেকে বসে হাড়ে হাড়ে।
কাল বৈশাখী ঝড় কেন বুকের ভিতরে, বুকের পাঁজড় ভেঙে তছনচ করে সব কেড়ে নিলে কেন আমাকে নিঃস্ব করে চলে গেলে ভূতলে।


কাছে এসে হেসে হেসে দিত মা মমতার ছোয়া।
বিকেল বেলা খেলা শেষে খেতে দিত মোয়া।
ছলে বলে করতাম জানালায় উকিবুকি ;
হেসে হেসে আমায় বলত দিবি কত ফাকি।    
কত দিন গত হল গেল শাওন ভাদর,
কেউ বলার নেই বলে না করেনা আদর।
কে জোগাবে শক্তি,কারে করব ভক্তি,?
খোদার পরে যারা নেই আজ তাঁরা,
আকশের তারা হয়ে নিয়েছে মুক্তি।
জীবন জীবিকা আমারে করেছে টোকাই
খুঁজি পথে দেখা পাবার আশে নেই নেই
দেখা নেই স্মৃতি টুকু আছে আমার ঠাঁই নেই।
কাটাই আমি অনাথ জীবন আমি টোকাই।