তুমি আসবে,
আজহারুল ইসলাম আল
"""""""""""""""""""""""""'""""""""""""


বলেছিলে তুমি আসবে
কাছে বসে ভালবাসবে,
রাত্রি কাটে নিদ্রাহীন চোখে;
জড়াবো দুজনে শুন্য বুকে।
কাক ডাকা ভোরে আতব চালের আটা কুটে
ভাপা পিঠে করে পাতিলে রেখেছি লইবে লুটে।


বলেছিলে তুমি আসবে
কাছে বসে ভালবাসবে,
সোহাগ মাখা নির্মল ঠোঁটে,
ভালবাসার ফুল উঠবে ফুটে।
উদয় ভানু গগনে নাচে শালিক নাচে গাছে
আসার আশে প্রাণ নাচে স্বকরুন প্রত্যাশায়।


বলেছিলে তুমি আসবে
কাছে বসে ভালবাসবে,
অপেক্ষার প্রহর শেষে
গেলাম পথের মোড়ে,
ভাবি এই বুঝি এলে দেখেও না দেখে
অভিমানী হব কাছে এলে অবশেষে।
অটোয়, বাসে, রিক্সায় এলো কতজনে,
এলো গেলো হাতে হাত রেখে প্রিয়জনে।
তুমি নাই তাই,
অভিমানে হৃদয় পুড়ে ছাই।
ভানু নামে পাঠে,
হাটুয়ারা এল হাটে,


বলেছিলে তুমি আসবে,
চিরের মোয়া, খেজুর গুড়, মন্ডা মিঠাই,
বাতাসা,ফুয়া পিঠে, গড়গড়ি আর চিতাই,
লয়ে এলাম সাধের ঘরে,
শখের রান্না করেছি থরে থরে,
সেদিন তেউরিতে বসে কেটেছি সারাটা দিন,
তুমি আসবে বলে আমি আজও নিদ্রাহীন।
বলেছিলে তুমি আসবে,
কাছে বসে ভালবাসবে।