উত্তম খেলা পড়া লেখা
অধম খেলা জুয়া;
মেয়ে দেখলে টোন মারে
এরা সবাই ভুয়া।


মা বোন সবার আছে
কেন হবে বিবেকহীন?
যে মায়ে আনল ধরায়
পরিশোধ কর তার ঋন।


খেলার মধ্যে শ্রেষ্ট খেলা
লেখা আর পড়া;
এই খেলাতে মানুষ হবি
হবে জীবন গড়া।


যৌবনে যোয়ান ভেবে
সময় করলি শেষ;
ঠিক বিকেলে দেখবে
বদলিছে পরিবেশ।


জীবন গেল তাসের আড্ডায়
লুকোচুরি করে;
দিন মজুর বাবা ভাবে
ছেলে ঢাকায় পড়ে,


জীবনে যা বাবার অর্জন
সবি গেছে ফুরে;
বন্ধুরা এখন নেয়না খেলায়
সে বেড়ায় ঘুরে।


উদাস মনে বাউন্ডুলে
এদিক সেদিক ছুটি;
শেষ বিকেলে জোটেনা
একটুকরো রুটি।