ভাবনা কভু শেষ হবে না
আজহারুল ইসলাম আল আজাদ


দিঘির জলে শাপলা ফুটে
শিউলি ফুটে বনে,
নীল আকাশে রংধনুর রং
ভাবায় কবি মনে।


কদম্বতলায় কেগো বাঁজায়?
এমন সুরে বাঁশি,
মেঘের আড়ে রবির কিরণ
পড়ছে রাশি রাশি।


হাসের খেলা দিঘির জলে
মাছরাঙা বসে ডালে,
একটি মাছ পাওয়ার আশে
বসে থাকে তালে।


পূব আকাশে মেঘের ভেলা
পশ্চিম আকাশে রোদ,
কেমনে আসে মেঘ হতে জল?
বুঝিনা আমি নির্বোধ।


এমন সাজে কে সাজালো?
আসমান ও জমিন,
মানব চোখে ঘুম দিল কে?
কে বানাল রাত্র দিন।


এ সব ভেবে কবিমনে
বাজে ছন্দ সুর,
ভাবনা কভু শেষ হবে না
পথ যে বহুদুর।


তাং ০৫/০৮/২১!