স্বাধীনতা আজ কারাগারে বন্দী
জীর্ণ শীর্ণ বড্ড ক্লান্ত,
হাজার মাইল পথ হেঁটে
যেমন পথিক হয় পরিশ্রান্ত।।


আমিও স্বাধীন, তুমিও স্বাধীন
কেবলই কথার বুলি
পরাধীনতার দখলে সজ্জিত রাজপথ
স্বাধীনতা যেন অলিগলি।।


মুক্তিবিরোধীরা আজ জোট বেধেছে
দিচ্ছে বাঁকা হাসি
এ যেনো ত্রিশ লক্ষ শহীদের গলায়
ব্যঙ্গ বিদ্রুপের ফাঁসি।।


মুক্তিকামী তরুণ সমাজ এবার তবে জাগো
অনেক হলো এবার তবে মুক্তির তরে ভাগো
এখনই সময়, এখনই সময়
মুক্তির দ্বার খোলো।


চেয়ে দেখো ঐ পুবের আকাশপানে
রঙিন সূর্য তোমায় কেমন টানে
অন্ধকার তবে হলো বিদায়
এই বুঝি ভোর হলো।।