রিযিক যদি শেষ হয়ে যায়
              ডাকেন যদি প্রভু,
ধরে রাখতে পারবে নাকো
                 তোমারা আমায় কভু।
মরন যদি হয়ে যায়
                 মহামারীর সময়,
কবর দিও তোমরা আমায়
                 করো নাকো ভয়।
মা বাবাকে সান্তনা আর
               স্ত্রী-সন্তানকে দিও বুজ,
পারলে একটু নিও মোরে
                পরিবারের খোঁজ।
চলার পথে কারো মনে
                  ক্ষোভ থাকিলে জমা,
মাফ করিও এই অধমকে
                 করে দিও ক্ষমা।
খুশি হবো আরো বেশি
                   ভরে যাবে মন,
লাশটি যদি দেখতে পারে
                আমার আত্নীয়-স্বজন।
সরকারকে শেষ ইচ্ছা
            বলিও কানে কানে,
আমার কবর দেয় যেন
               দেশের গোরস্থানে।