আমার দেশের সবুজ শ্যামল
পরশ করে দেখো,
এমন শান্তি কোথাও খুঁজে
তুমি পাবে নাকো।
দেখলে কভু রাতের তারা
শিশির ভেজা ঘাস,
থাকবেনা আর তোমার কিছু
বলার অবকাশ।
বসলে তুমি নদীর ধারে
পরানটাকে খোলে,
অপলক সব দৃশ্য দেখে
সবি যাবে ভুলে।
মুগ্ধ হবে শুনলে তুমি
পাখির কলত্বান,
দিশেহারা করবে আরো
দোয়েল শ্যামার গান।
আঁধারটাতে চাঁদের হাসি
যায় কি তাহা ভুলা,
বাতুল হবে দেখলে তুমি
জোনাকির ঐ মেলা।
অনেক কিছু দেখার আছে
নাই যে বলার শেষ,
সোনার চেয়ে খাঁটি যে তা
আমার বঙ্গদেশ।