শিশির ভেজা ভোরের সকাল
যখন চেয়ে দেখি,
ইচ্ছে করে তোমায় নিয়ে
কিছু একটা লেখি।
নির্জন বনে যখন শুনি
পাখির কলধ্বনি,
মনে হয় সে ঐ এসেছে
করছে কানাকানি।
গোধুলীময় সন্ধ্যা যখন
হঠাৎ আসে নেমে,
মনে হয় আজ লিখবই চিঠি
সেই প্রিয়সীর নামে।
দূর আকাশের চাঁদটা যখন
মিটিমিটি হাসে,
পাগলামীটা বেড়ে ওঠে
তুমি না থাকলে পাশে।
আজ তুমি সেই দূর প্রবাসী
অন্যের পাখা মেলে,
হাসি ঠাট্টায় দিন কাটাচ্ছো
গিয়েছো সব ভুলে।
ভাবনা গুলো স্মৃতি হয়ে
কাঁদাচ্ছে সারাক্ষন,
লিখবনা আর তোমায় নিয়ে
এই করেছি পণ।