আমি যদি নীল নীলিমায় হারিয়ে গিয়ে
ভাল বাসার মোহনিদ্রায় থাকি শুয়ে-
তুমি জাগাতে এসো।
আমি যদি পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকি
গভীর নিদ্রায় স্মৃতি দিয়ে ছবি আঁকি-
তুমি জাগাতে এসো।
আমি যদি নদীর অথৈ পানিতে ডুবে যাই
গভীর চেতনায় যদি তোমাকে হারাই-
তুমি জাগাতে এসো।
আমি যদি পাখির সাথে মিতালী করি
কোয়েল,শ্যামার মিষ্টি সুরে ঘুমিয়ে পরি-
তুমি জাগাতে এসো।
আমি যদি বসন্তে থাকি ফুল ফোটে
ঘুম যদি এসে যায় হৃদয় পটে-
তুমি জাগাতে এসো।
আমি যদি আশার প্রদীপ নিভিয়ে
বিধাতার মন আঙ্গিনায় থাকি ঘুমিয়ে-
সেই দিন জাগাতে করোনা চেষ্টা
তাহলে যে রেগে যাবে স্রষ্টা।