মনের মাঝেতে যদি জাগে শিহরন,
পরার্থে সুখের জন্য দিও তুমি মন।
পরের কারনে যে কুঠির গড়ে তুলে,
বিধাতা জীবন তার ভরে দিবে ফুলে।
নিজে দূঃখ্য পেয়েও অন্যে সুখ দিলে,
পরকালে সেই সুখ নিজ হাতে মিলে।
অন্যের দূঃখে যদি ভাগ পার নিতে,
সেই সুখ পরকালে পাবে নিজ হাতে।
নিজের জন্য যে জন সুখ করে জমা,
শাস্তি তাকে পেতে হবে পাবে না তো ক্ষমা।
পরের কারনে যে সুখ উজার করে,
সে জন সুখ পায় সারা জনম ভরে।
বিধাতার কাছে আমি সেই দোয়া করি,
পরার্থে আমি যেন জীবন দিতে পারি।