মালিদের রাস্তার ধারে-
একদিন ভোর দুপুরে
ভোটের কাজে বেস্ত সবাই-
চোর বলে আর কি চাই
রাস্তার ঐ ধারে কাছে-
নির্জন এক রুম আছে
চুরি করে সেথায় নিয়ে-
লুকাচ্ছে ভোট যেই না গিয়ে
ও বাবা লাঠি হাতে-
ধরলো সেনাবাহিনী হাতে নাতে
ব্যাটারা চুপ রইলো বসে-
কিল ও ঘুষি মারলো কষে
আমি ভাই ঘুষি ও কিলে-
সবি তো গেছি ভুলে
ওদের ভাই কি পিটুনী-
গাঁয়ে দিয়ে ঝরলো পানি
ভোট চুরি দু-কান ধরি-
জীবনে আর যদি করি
সেই দিন কি যায়রে ভুলা-
রুমের ভিতর পিটুনীগুলা
তবে মোর নামটি বিলাই(বিড়াল)-
ভোট চুরির গুষ্টি কিলাই
কী বলিস ফের যদি যাই-
তওবা কান ধরি ভাই।