মা কথাটি ছোট্ট তবু
চিন্তা করে দেখো,
মায়ের মতো বিশাল কিছু
কোথাও পাবে নাকো।
হীরক খন্ড সোনার খনি
হয়তো অনেক মূল্য,
মায়ের কাছে তুচ্ছ সবি
হয়না সমতূল্য।
তিলে তিলে বড় করেন
আদর যত্ন করে,
শত বাঁধায় আগলীয়ে রাখেন
রোদ-বৃষ্টি ও ঝড়ে।
কোথাও যদি সুখ নাহি পাও
ছুটে এসো তবে,
স্বর্গের মত পরম শান্তি
মায়ের কাছে পাবে।
শোধ হবেনা কোন দিনও
মায়ের অবদান,
আল্লাহ-রাসুল নবীর পরে
মায়ের অবস্থান।
পরকালে পার পাবেনা
মাকে কষ্ট দিলে,
সন্তানের বেহেস্ত লেখা
মায়ের চরণ তলে।
আমার আগে যেওনা মা
এই ধরনী ছেড়ে,
তুমিই বলো তাহলে মা
থাকবো কেমন করে।