জ্ঞান পিপাসু এই জীবনে
হয়নি বলা আজও,
দুঃসাহসিক করে ছিলাম
ভাল একটা কাজও।
একাত্তুরে আমি ছিলাম
বীর মুক্তিযোদ্ধা,
খোঁজ খবর আজ নিচ্ছেনা কেউ
কারন আমি বৃদ্ধা।
লজ্জার ভয়ে কারো ধারে
বাড়ানি এই হাত,
অপ্রকাশ্যেই চলছে জীবন
সংসারে নাই ভাত।
ভ্রান্ত ধারাই ক্ষান্ত হয়ে
হচ্ছে দিনানিপাত,
রিক্ত হৃদয় কষ্ট মনে
কাটছে দিন রাত।
আশাহীন এই ব্যর্থ ক্ষনে
বলার ছিল কিছু,
লাগামহীন এই জীবন ধারায়
দারিদ্র তাই পিছু।
দোষ বুঝি তাই করে ছিলাম
দেশকে ভালবেসে,
কষ্ট লাগে দৃশ্য দেখে
অন্যেরা যখন হাসে।
নিঃস্ব হৃদয় সরকারের কাছে
পরম আশাবাদী,
মুক্তিযোদ্দার জন্য কিছু
করার থাকে যদি।