হৃদয়ের মাঝে বেকারত্বের ঝড়
বুকে দূঃখের বৃষ্টি,
কষ্ট দিয়েই আমাকে যেন
করা হয়েছে সৃষ্টি।
যে দিকে তাকাই সে দিকেই বিপদ
পথ পাইনা খুঁজে,
কর্মসংস্হান খুঁজে বেড়াই
সকাল সন্ধ‌্যা সাজে।
চাকরির ক্ষেত্রে টাকা দরকার
নাই যে মামার জোর,
বিবেক আমায় বাঁধা দেয় বলে
হতে পারিনা চোর।
মনের মাঝে আশা ছিল
করবো একটা কিছু,
এখন দেখি বেকারত্বই
নিয়েছে আমার পিছু।
সবার কাছে প্রশ্ন আমার
একটাই শুধু বিচার,
লেখা পড়া করে কেন
হয়ে আছি বেকার।