আশা সে তাে জীবনের হাতিয়ার
তা আমি জানি,
কারো জীবনে তা আবার
ভাগ্য বলে মানি।
আশা সে তো নির্জন কোথাও
পাখি গুলোর আহরন,
শূন্য ললাটে কভু আবার
হঠাৎ কোন আয়োজন।
আশা সে তো নিষ্ঠুর মানুষের
ভেঙ্গে যাওয়া ঘর,
ভ্রান্তির সীমানায় জমে থাকা
ধু-ধু বালু চর।
আশা সে তাে অথৈ সাগরে
ভেসে যাওয়া ভেলা,
ধনীর কাছে গরীবের
নিধারুন অবহেলা।
আশা সে তাে পোষে রাখা
কষ্টের কিছু স্মৃতি,
কখনো আবার কেউ কারো নয়
পাল্টে যায় রাতারাতি।